চট্টগ্রামে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সবজি বাজার কর্মসূচি উদ্বোধন-নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ শুক্রবার(০৭মে) পবিত্র আখেরী জুমার দিনে আন্দরকিল্লা মোড়ে ফ্রি সবজি বাজার কর্মসূচি শুরু করা হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই কর্মসূচি উদ্বোধন করেছেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর পরামর্শ অনুযায়ী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো হেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসুচি পালন করা হচ্ছে।