শনিবার (০৮ মে) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জে ঢাকা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লায় যাওয়া প্রায় ২০০ বাস আটক করে পুলিশ। এসব বাস নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গে যাত্রী পরিবহন করছিল। আটক বাসগুলোর শ্রমিকরা বিক্ষোভ করে সেগুলোকে ছেড়ে দেওয়া জন্য। জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার ও শনিবার রাতে বাসগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায়। ফেরার পথে বাসগুলোকে শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে হাইওয়ে পুলিশ আটক করে।