করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৩ জনে। একই সময়ে গত চট্টগ্রামে নতুন করে আরও ৭৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। যাদের মধ্যে ৫৫ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৯৩ জনে। রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নতুন করে বয়স্করা আবার বেশি আক্রান্ত হচ্ছেন। মাঝে যুবকদের আক্রান্তের হার বেশি ছিল। বয়স্ক রোগী যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ আছে, তারা করোনায় আক্রান্ত হলে সাথে সাথেই অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। শ্বাসকষ্ট শুরু হচ্ছে। রোগীকে বাঁচানো যাচ্ছে না। সিভিল সার্জন বয়স্ক রোগীদের ঘর থেকে একদমই বের না হতে পরামর্শ দেন। একই সাথে ঘরের অন্যদের সতর্ক থাকতে ও মাস্ক না পড়ে বাইরে যেতেও নিষেধ করেছেন ডা. সেখ ফজলে রাব্বি।