ঈদ উপলক্ষে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিকল্প ব্যবস্থায় রাজধানী ছাড়ছে প্রচুর মানুষ। উদ্বেগজনক হলো, ঘরমুখো মানুষের মধ্যে অনেকের মুখেই মাস্ক ছিল না; উপরন্তু সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাও ছিল উপেক্ষিত। এর ফলে করোনা সংক্রমণের হার পুনরায় বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলাভিত্তিক বাস চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহণ। তবে এজন্য থেমে নেই মানুষের বাড়িফেরা। সরাসরি ভ্রমণের সুযোগ নস্যাৎ হওয়ায় মানুষ বরং এবার আগেভাগেই ঈদযাত্রা শুরু করেছে। দেখা গেছে, বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে বাড়ি ফিরছে সড়কপথের যাত্রীরা মানুষ নানা বাহনে করে ঘাটে পৌঁছার পর ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিচ্ছে।