চট্টগ্রামের বাকলিয়ায় ৬১টি মোবাইলসহ চোর চক্রের গ্রেফতার৩

চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৬১টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ।শুক্রবার (২১ মে) বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- মাহবুব রেজা প্রকাশ মিল্কি (২৬), মো. ফেরদৌস (৩৩) ও আবুল কালাম প্রকাশ সানী(২৪)।
চক্রটি গত ৪ জানুয়ারি রাতে খুলশী থানার টাউন সেন্টার কনকর্ড মার্কেটের দুইটি মোবাইল দোকান থেকে চুরি করে বিপুল পরিমাণ মোবাইল সেট। খুলশী থানা পুলিশের টানা অভিযানে ৬৭টি মোবাইল সেট উদ্ধার করে।
চোরাই ফোনের আইএমইআই পাল্টে বেশি দামে বিক্রি করে এরা যেকোন ফোনের লক খুলে আইইএমআই পরিবর্তন করে নিমিষেই আই ফোন ছাড়া যে কোন ব্রান্ডের মুঠোফোন নিমিষেই লক খুলে আইইএমআই পরিবর্তন করতে পারে কর্ণফুলী থানা শিকলবাহা বদিউদজ্জামান কেরানীর বাড়ীর আলী আকবরের ছেলে মো. ফেরদৌস (৩৩)।
ইউটিউব দেখে দেখে তিনি মোবাইল মেরামতসহ মোবাইলে আইএমইআই পরিবর্তন ও খুঁটিনাটি বিষয় সে শিখে নিয়েছে। শাহ আমানত নতুন ব্রীজ সংলগ্ন মান্নান টাওয়ারে খুলেছেন মোবাইলের দোকান। প্রায় দশ বছরের বেশি সময় ধরে সে মোবাইল মেকানিকের কাজ করলেও সফলতা আসছে গত দুবছর ধরে। মাহবুব নামে এক ছিনতাইকারীর সাথে পরিচয় হওয়ার পর শুরু হয় ভিন্ন বিসনেস।
মাহবুব সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্রের একাধিক সদস্যের সাথে পরিচয় করিয়ে দেন ফেরদৌসকে। ছিনতাইকরা মোবাইল তার কাছে বিক্রি করে। চোরাই ফোনের তথ্যগুলো মুছে (ফ্ল্যাশ করে) আইএমইআই পরিবর্তন করে বেশি দামে বাজারে বিক্রি করে ফেরদৌস।
তেমনি একটি মোবাইল বিক্রির সময় বাঁধা হয়ে দাড়িয়েছে বাকলিয়া থানা পুলিশ। শুক্রবার চোরাই মোবাইল বেচা কেনার খবর পেয়ে অভিযানে গেলে হাতে নাতে গ্রেফতার হয় ছিনতাইকারী চক্রের মূল হোতা মাহবুব রেজা প্রকাশ মিল্কি।
পরে তার দেওয়া তথ্যে শাহ আমানত ব্রিজ সংলগ্ন মান্নান টাওয়ারে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই মোবাইলসহ মোবাইলসহ আরো ২ জনকে গ্রেফতার করার পর উপরে উল্লেখিত তথ্যগুলো পুলিশের কাছে প্রকাশ করে ফেরদৌস।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল সেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সেট ও লেপটপের বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নং মোহাম্মদপুর ওয়ার্ড এর মৃত ওসমানগণির ছেলে মাহবুব রেজা প্রকাশ মিল্কি (২৬)। কর্ণফুলী থানা শিকলবাহা বদিউদজ্জামান কেরানীর বাড়ীর আলী আকবরের ছেলে মো. ফেরদৌস (৩৩) ও সাতকানিআ উপজেলার নলুয়া ফরিদ মেম্বার বাড়ীর মৃত আলী আহমেদের ছেলে আবুল কালাম প্রকাশ সানী (২৪)।
তথ্যটি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পরিদর্শক (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য আসে শাহ আমানত নতুন ব্রীজ সংলগ্ন মান্নান টাওয়ারের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় হচ্ছে।