ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামে অস্বাভাবিক জোয়ারের পানি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার উপকূলবর্তী অঞ্চলে।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি প্রবেশ করেছে। সমুদ্রের প্রবল ঢেউয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানিতে থৈ থৈ করেছে । তাছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং সমুদ্রের জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় পানি প্রবেশে করে।

বুধবার ভোর থেকেই জোয়ারের পানিতে তলিয়ে পতেঙ্গাসহ নগরের এলাকার অনেক নিম্নাঞ্চল। পানি ঢুকে যায় বাসাবাড়ি ও দোকানে। লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় প্রাণ রক্ষায় ছুটছেন অন্যত্র। অন্যদিকে, আনোয়ারা ও বাঁশখালী উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে পানি। তাছাড়া, চট্টগ্রাম বন্দরের জেটিতেও হয়েছে হাঁটু পানি। পরে তা সরে যায়। বন্দরের বহিনোঙর থেকে মাদার ভেসেলগুলোকেও অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

চট্টগ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আড বৃহস্পতিবার, ২৭ মে, দমকা হাওয়া বইছে। একই সঙ্গে সকাল থেকে
চট্টগ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দমকা হাওয়া বইছে। একই সঙ্গে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং থেমে থেমে বৃষ্টিও হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছিল