আবদুল্লাহ আল মামুন সাতকানিয়া বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট নিউমার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এতে মার্কেটের ক্যান্ডি রেস্টুরেন্ট ও বনফুল মিস্টির দোকানেচ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ও লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানিহাট বাজার এলাকার নিউমার্কেটে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে
প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।
ঘটনার সত্যতা স্বীকার করে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র জানায়, মার্কেটের দ্বিতীয় তলার ক্যান্ডি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী বনফুল মিস্টির দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকল বাহিনীর দুই সদস্য আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।