ব্রেকিং নিউজ » সিলেটে আবারও ভূমিকম্প

সিলেটে আবারও দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ০৭ জুন সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রথমবার অনুভূত হওয়ার এক মিনিট পরই ৬টা ২৯ মিনিটে আবারও অনুভূত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৬টা ২৯ মিনিটে ৩১ সেকেন্ড অনুভূত ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল ৩.৮। উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে।

এর আগে গত শনিবার (২৯ মে) দফায় দফায় ভূমিকম্প হয় সিলেটে। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। সরকারি হিসাবে ওইদিন সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়।