কক্সবাজারের উখিয়ায়
মঙ্গলবার (২২ জুন) দুপুর ১টায় শহীদ এ টি এম জাফর আলম আরকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বটতলী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন।এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বটতলী এলাকায় কক্সবাজার শহরমুখী অটোরিকশাকে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চালকসহ চারজন আহত হয়েছে। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।