ঢাকায় ৭১, চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি »

ঢাকায় ৭১ এবং চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। ৩ হাজার ২২০ জনের মাঝে পাঁচ মাসের গবেষণায় এমন তথ্য পেয়েছে আইসিডিডিআরবি।দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। গবেষণায় দেখা গেছে, বয়স্ক ও তরুণদের সেরোপজিটিভিটি বা রক্তে কোভিড উপস্থিতির হার প্রায় সমান। তবে নারীদের মধ্যে এই হার ৭০ দশমিক ৬ শতাংশ, যা পুরুষদের তুলনায় ৬৬ শতাংশ বেশি।

এরমধ্যে ৩৫ শতাংশের শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে। অল্পশিক্ষিত, অধিক ওজন, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের মাঝে অধিক মাত্রায় সেরোপ্রিভেলেন্স দেখা গেছে। তবে বারবার হাতধোয়ার প্রবণতা, নাক-মুখ কম স্পর্শ করা, বিসিজি টিকাগ্রহণ এবং মাঝারি ধরণের শারীরিক পরিশ্রম করা ব্যক্তিদের মাঝে কম মাত্রার সেরোপ্রিভেলেন্স দেখা গেছে।

সেরোনেগটিভ ব্যক্তিদের তুলনায় সেরোপজিটিভ ব্যক্তিদের মাঝে সেরাম জিংকের মাত্রা বেশি দেখা গেছে। গবেষণায় ভিটামিন ডি’র অপর্যাপ্ততার সাথে সেরোপজিটিভিটির কোনো প্রভাব দেখা যায়নি।