ব্রাক্ষণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকে কেন্দ্র করে মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ও সদস্য মোবারক উল্লাহসহ ১৯ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা দায়ের করেছেন ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী।
আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়েছেন।
মামলার এজাহারে বলা হয় আসামিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের বিরোধিতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এসময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর করে। পরে ৩১ মার্চ আসামিরা সংবাদ সম্মেলন করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন।