করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফটিকছড়ি উপজেলা ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ জুন) লকডাউন চলছে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন কাজ করছে। কিন্তু হোটেল-রেস্তোরা এবং সব ধরণের জনসমাগম নিষিদ্ধ থাকার কথা বলা হলেও এ ব্যাপারে তদারকি খুব একটা দেখা যায়নি। ঘুরাঘুরি করছে লোকজন মুখে মাস্ক নেই হাটবাজারে ভিড় যেন ।নিয়ম ভাঙ্গার প্রতি বেশী আগ্রহ আমাদের
মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত জেলা কমিটির সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে করোনা সংক্রমণের হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে আট দিনের জন্য ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, মসজিদে জামায়াতে নামাজ আদায় করা যাবে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সকল হোটেল-রেস্তোরা এবং সব ধরণের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এ ব্যাপারে তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।