তিনদিনের সীমিত লকডাউন শুরু, ঢিলেঢালা’ভাব

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সরকার আজ সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে৷ আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। গণপরিবহন না থাকলেও, সড়কে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশা।। সীমিত পরিসরে খোলা সরকারি-বেসরকারি অফিস। মুখী মানুষের সীমাহিন দূর্ভোগে পড়ে গণপরিবহন বন্ধ থাকায়।
লকডাউনের প্রথম দিন রাজধানীতে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘​ঢিলেঢালা’ভাব লক্ষ্য করা গেছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা প্রায় স্বাভাবিক দেখা গেছে৷