লকডাউনে বহদ্দারহাটে বরযাত্রী আটক বহনকারী অ্যাম্বুলেন্সে!

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। এর মধ্যে বৃহস্পতিবার (০১ জুলাই)কঠোর বিধি নিষেধের মধ্যেও বিয়ে অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন ১২ বরযাত্রী একদল নারী-পুরুষ গণপরিবহন বন্ধ থাকায় তারা গাদাগাদাি চেপে বসলেন রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে! রাত দশটার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দার মোড়ে। ভেবেছিলেন হয়তো পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে গন্তব্যে পৌঁছতে পারবেন। কিন্তু তার আগেই চকবাজার মেডিকেল কলেজ থেকে রওনা দিয়ে ধরা পড়তো হলে বহদ্দারহাট চেক পোস্টে।। নতুন ব্রিজ এলাকার গন্তব্যে যাওয়ার আগেই তাদের যেখানে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ। একে একে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো ১২ যাত্রীকে। আদেশ অমান্য করে লাশবাহী গাড়িতে বিয়ের যাত্রী টানায় মামলা দেওয়া হয় চালকের বিরুদ্ধে।

সার্জেন্ট মোহাম্মদ সাহেদ। বলেন, ‘রাতে ডিউটিকালীন সময়ে চেক পোস্টে বহদ্দারহাট মোড়ে একটি অ্যাম্বুলেন্সকে সংকেত দেওয়া হয়। সেখানে রোগীর বদলে দেখি বিয়ের বরযাত্রী সবাই। নারী-পুরুষ মিলিয়ে তারা ১২ জন চকবাজার মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ যাচ্ছিলেন। লকডাউনের আদেশ অমান্য করায় ওই সময়ে কোনও ভ্রাম্যমাণ আদালত না থাকায় তাদের শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’