চট্টগ্রামে চলা কঠোর লকডাউন ৬ষ্ঠ দিনেও অভিযান

চট্টগ্রামে চলছে কঠোর লকডাউন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার (৬ জুলাই) সরকার ঘোষিত সপ্তাহব্যাপী চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনেও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করােন।। তবু ও চট্টগ্রামে কঠোর লকডাউনে’র ৬ দিনে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা উপেক্ষিত সকালে অনেক এলাকায় লকডাউন কেমন হচ্ছে- তা নিয়ে কৌতূহল-উৎসুকে আছে অনেকে। স্বাস্থ্যবিধি মানার প্রবণতা উধাও ছিল এসময় অযথা বাসার বাইরে বের হওয়ায়, দোকান খোলা রাখাসহ মাক্স পরাছাড়া বাহির ঘুরাঘুরি করছে লোকজন এস কর্মে শারীরিক নিরাপদ দূরত্ব মানার প্রবণতা উপেক্ষিত হচ্ছে । এ সবে লকডাউনে সংক্রমণ কমেনি, কোথাও কোথাও বেড়েছে। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাকেও দায়ী করেছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। নগরের বাকলিয়ার কালামিয়া বাজার খাজুরতলী,বৌবাজার, খাজা হোটেল এলাকা প্রতি মুহূর্তে সর্বত্রই স্বাস্থ্যবিধি না মানার হিড়িক পড়েছে দল বেধে আড্ডাায় ঘুরাঘুরি আবার ।অনেকের মাস্ক পরার প্রবণতা বাড়লেও মানতে দেখা যায়নি সামাজিক দূরত্ব।মঙ্গলবার (৬ জুলাই) নগরের চান্দগাঁও থানা মোড় থেকে শুরু করে এক কিলামিটার, রাহাত্তারপুল, কে.বি আমান আলী রােড, কালামিয়া বাজার, তুলাতলি, শাহ আমানত সেতু মােড়, মেরিনার্স রোড, ফিরিঙ্গী বাজার ও কােতায়ালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)।