বাজারে আগুন, দিন দিন লাগামহীন হয়ে উঠেছে সবজি চালের দামও
নগরীসহ জেলায় নিত্যপ্রয়োজনীয় শাক-সবজির বাজার দিন দিন লাগামহীন হয়ে উঠেছে।
রবিবার, (১১ জুলাই ) আষাঢ় ২৬ বন্দর রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র বাজারে আগুন, বেড়েছে সবজি চালের দামও চট্টগ্রামে সবজির বাজারে আগুন, ৫০ টাকার নিচে মিলছে না কিছুই সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রেয়াজউদ্দিন বাজার আড়তদোর বন্যার কারণে উত্তরবঙ্গে ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার চাষিরা সবজি তুলতে পারেননি। আমরা চাহিদামতো সবজি পাচ্ছি না। এজন্য দাম বেড়েছে। তবে শহরের তুলনায় গ্রামে দাম কম আছে।বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিপ্লব সেন গুপ্ত দেখা গেছে এমন চিত্র।
সবচেয়ে বেশি বেড়েছে বরবটি, কাঁকরোল, করলা, মুলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দলসহ বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।। আর আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে।
বাজার ঘুরে দেখা যায়, সাদা আলুর কেজি ৪ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২-২৫টাকা, করলা ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ও খিরা ৫০-৬০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, ঝিঙ্গা, কাঁকরোল ও চিচিঙ্গা ৭০ টাকা, মিষ্টি কুমড়ার পিস ২৫-৩০ টাকা, বরবটি ৬০ থেক�� ৭০ টাকা, , কচুর-লতি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৪০ টাকা, লেবু ডজন ২০-২৪ টাকা দরে। কাঁচা মরিচের কেজি এখন৪০থেকে ৫০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।এদিকে প্রতি আঁটি লাল শাক ও পালং শাক ৩০থেকে ৩৫ টাকা, শাপলা, পুঁই শাক ও ডাটা শাক ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।সব রকম চালের দাম বেড়েছে কয়েকগুন দিন দিন লাগামহীন হয়ে উঠেছে চালের বাজার।মোটা চাল ৫৫টাকা, আতপ ৭০’ ৭৫ টাকা