ব্রেকিং নিউজ » বাংলাদেশের জয় স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে

লিটন দাসের সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল।।বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তুজাকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক এখন সাকিব আল হাসান।। ম্যাচের প্রথমার্ধ যদি লিটনের হয়, দ্বিতীয়ার্ধ সাকিব আল হাসানের। জিম্বাবুয়ে যেন ভালো শুরু না পায় সেটা নিশ্চিত করেছেন মোহাম্মদ সাইফউদ্দীন ও তাসকিন আহমেদ। ক্ষণিক পর অন্য পেসার শরীফুল ইসলামও যোগ দেওয়ায় পঞ্চাশ পেরোনোর আগে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেলর তবু প্রতি আক্রমণ করার চেষ্টা করেছিলেন। সাকিব আল হাসান তাঁকে ফিরিয়ে দিয়েই শুরু করেছেন নিজের উইকেট উৎসব। এ উইকেট দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে উইকেটসংখ্যায় মাশরাফিকে টপকে গেছেন সাকিব। ৭৮ রানে চতুর্থ উইকেট হারানো জিম্বাবুয়ে এরপর খুব দ্রুতই ম্যাচ শেহশ করেছে। ১৫তম ওভারে ফিরেছেন টেলর। ২৯তম ওভারেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এ সময়টায় ৪৩ রান তুলেছে স্বাগতিক দল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন রেগিস চাকাভা। তাঁকেও ফিরিয়েছেন সাকিব। রিচার্ড এনগারাভাকে আউট করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন সাকিব। বাংলাদেশের পক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ায় তাঁর চেয়ে এগিয়ে আছেন শুধু মোস্তাফিজুর রহমান ও আবদুর রাজ্জাক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেটটি তুলে নিয়ে এই কীর্তি গড়েন এই ফর‌ম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিনে আরো একটি দুর্দান্ত বোলিং স্পেল উপহার দিয়েছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো তুলে নিলেন ৫ উইকেট।

ওয়ানডেতে মাশরাফির উইকেট ২৬৯টি। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তবে এবার ছাড়িয়ে গেলেন তাকেও। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে।