বগুড়ায় লকডাউনের প্রথমদিন রাস্তা ফাঁকা,

কঠোর বিধিনিষেধের প্রথমদিন শুক্রবার, ২৩ জুলাই বগুড়ায় সব দোকানপাট বন্ধ ও রাস্তা ফাঁকা ছিল। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাড়িরে বের হননি। সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে টহল দিচ্ছেন। অ্যাম্বুলেন্স, কিছু রিকশা ছাড়া সড়কে কোনো যানবাহন নেই। বগুড়ার নন্দীগ্রামে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুশরাত মাঠে নেমেছেন। সাধারণ মানুষকে তিনি বিধিনিষেধ মেনে চলতে দিকনির্দেশনা দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘুরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনসমাগম কম ও দোকানপাট বন্ধ। ছিলো। সর্বাত্মক বিধিনিষেধ কার্যকরে বগুড়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জীবন বাঁচার এ লকডাউন সবাইকে মানতে হবে। সকলের সহযোগিতা পেলে করোনাভাইরাসকে মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফেরা যাবে।