শুক্রবার ২৩ জুলাই ৭ শ্রাবণ অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে চট্টগ্রামসহ আশেপাশের এলাকা পূর্ণিমার জোয়ারে এ অবস্থা । বৃষ্টি নেই তবু জোয়ারের পানিতে প্রতিদিনই ডুবছে বন্দরনগরী চট্টগ্রাম ও উপজেলার নিম্নাঞ্চলগুলো। খাতুনগঞ্জ ও আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকা যেমন প্লাবিত হচ্ছে, একইভাবে পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি উপজেলার নগর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ ও খাতুনগঞ্জসহ বেশকিছু এলাকা হাঁটুপানিতে তলিয়ে গেছে বলে সংবাদদাতারা জানান। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী ।সামনে আরও ভয়াবহ হবে বলে আশাংখ্যা। ।এলাকাবাসীর অভিযোগ—আগে টানা বৃষ্টিপাতের কারণে নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা হতো। এখন হচ্ছে জোয়ারের পানির কারণে। বিশেষ করে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে এটা বেশি হচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপ কিংবা মৌসুমি লঘুচাপের কারণে সাগর উত্তাল হলে পানির প্রবাহ বাড়ে। এ সময় লাগাতার বৃষ্টিপাতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে।প্রতি জোয়ারে খালের আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাচ্ছে। নগরীর সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, এক্সেস রোড, বেপারি পাড়া নিয়মিত জোয়ারে প্লাবিত হচ্ছে। জোয়ারের পানি এসব এলাকার মানুষের জীবনে বাড়তি বিড়ম্বনা সৃষ্টি করেছে