টানা বৃষ্টিপাতের কারণে উখিয়ার কমবেশি ইউনিয়ন প্লাবিত এছাড়াও পাহাড়ি ঢলে পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলে ভেসে বুধবার সকালে একজনের, দুপুরে একজনের ও সন্ধ্যা ৬টায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের ৪১৩ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫৫ হাজার ১৫০ পরিবারের প্রায় আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা এমন তথ্য নিশ্চিত করলে এটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কক্সবাজারে তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে ৩ নম্বর সর্তক সংকেতও রয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, কক্সবাজার জেলার ৭১ ইউনিয়ন ও ৪ পৌরসভার মধ্যে ৪১ ইউনিয়ন প্লাবিত হয়েছে। যেখানে গ্রামের সংখ্যা ৪১৩টি। ৫৫ হাজার ১৫০ পরিবারের আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা।এসব প্লাবিত এলাকায় ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এপর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে।
প্রাপ্ত তথ্যমতে, কক্সবাজার সদর উপজেলার ৬ ইউনিয়নের ৫৮ গ্রাম, রামু উপজেলার ৬ ইউনিয়নের ৩৫ গ্রাম, চকরিয়া উপজেলার ১৫ ইউনিয়নের ১০০ গ্রাম, পেকুয়া উপজেলার ২ ইউনিয়নের ৬ গ্রাম, মহেশখালী উপজেলার ৬ ইউনিয়নের ৩৮ গ্রাম, উখিয়া উপজেলার ২ ইউনিয়নের ১২০ গ্রাম, টেকনাফ উপজেলার ৪ ইউনিয়নের ৫৬ গ্রাম প্লাবিত হয়েছে।