প্রকৃতির কাছে মানুষ নগণ্য। পাহাড়ি প্রকৃতির ওপর অত্যাচার বন্ধ করতে ব্যর্থ হলে তারাও আমাদের উপর চড়াও হবে। নগরীর লালখান বাজারের ডেবার পাড় এলাকায় পাহাড় ধ্বস এলাকা পরিদর্শন। অতিবৃষ্টির কারনে পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকায়, বিগত কয়েকদিন মাইকিং করে বলা হয়েছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা সরে আসুন। আগামীতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে পাহাড় কাটা বন্ধে জিরো ট্রলারেন্স বজায় রাখতে হবে। অন্যতায় যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাহাড়ি এ জনপদের প্রয়োজনীয় স্থানে দীর্ঘ মেয়াদী রিটারিং ওয়াল নির্মাণ কাজ শুরু করবে।