অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
ব্যাক টু ব্যাক অজি বধ টাইগারদের। পাঁচ ম্যাচ সিরিজের ২য় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ২-০ তে এগিয়ে গেল লাল-সবুজের দল।অস্ট্রেলিয়ার দেয়া ১২২ রানের টার্গেট বাংলাদেশ টপকেছে ৮ বল আর ৫ উইকেট হাতে রেখে।মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্শ-হেনরিকস জুটি চেস্টা করেন হাল ধরার। ৩০ রানে থাকা হেনরিকসকে বোল্ড করে ৫৭ রানের জুটি ভাঙ্গেন সাকিব। দলীয় সর্বোচ্চ ৪৫ রান করা মার্শকে সাজঘরে পাঠান শরিফুল। পরের দুই উইকেট মুস্তাফিজের। কাটার মাস্টার সুবিধে করতে দেননি ওয়েড, আগারদের।
শরিফুলের দ্বিতীয় শিকার টার্নার। শেষে অজিদের সংগ্রহ ৭ উইকেটে ১২১ রান। টার্গেট তাড়ায় ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার সৌম্য, নাঈম। সাকিব, মেহেদী এগিয়ে নিচ্ছিলেন দলীয় স্কোর। ১৭ বলে ২৬ করে টাইয়ের শিকার সাকিব। মেহেদী করেছেন ২৩। শেষ দিকে আফিফ, সোহানের দারুণ জুটি। আফিফের হার না মানা ৩৭ রানের সাথে সোহানের অপরাজিত ২২ রানে ৫ উইকেটের জয় বাংলাদেশের।