মিতু হত্যা, সাবেক(এসপি) বাবুল আক্তারের জামিন না মঞ্জুর

মিতু হত্যা, বাবুল আক্তারের জামিন না মঞ্জুর

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালত শুনানি শেষে চট্টগ্রামের আলোচিত মিতু স্ত্রী হত্যা মামলার মামলার আসামি কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত।

আসামি পক্ষের আইনজীবী মুহাম্মদ আজমুল হুদা বাবুল আক্তার জানান, জামিন আবেদন ভার্চুয়াল আদালতে শুনানি হয়েছে। আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যার পর করা প্রথম মামলায় বাবুল আক্তার নিজেই বাদী ছিলেন। কিন্তু গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলাটি এখন পিবিআই তদন্ত করছে