নিষিদ্ধ ঘোষিত ৪ জঙ্গি সদস্য আটক
বুধবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাগ, কদমতলীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তারা হলেন- মো. রায়হান হোসেন, তানভীর হোসেন, মো. আমিনুল ইসলাম ও সাগর ইসলাম। তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড ফোনসহ বিভিন্ন উগ্রবাদী বই ও
পাঁচটি বুকলেট জব্দ করা হয়।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানায়, গ্রেপ্তারকৃতদের সহযোগীরা গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এছাড়া নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজও করে আসছিল।