ব্রেকিং নিউজ »চমেকে করোনার টিকা নিতে উপচে পড়া ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষিত
চলছে মহামারি করোনার গণটিকা দান কর্মসূচি। চট্টগ্রামে করোনার টিকা চলছে মহামারি করোনার গণটিকা দান কর্মসূচি।প্রদানকারী হাসপাতালগুলোতে বৃহস্পতিবার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। হাজার হাজার মানুষ টিকা নিতে হুমড়ি খেয়ে পড়েছেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি হাসপাতালে ছিল ভিড়। টিকা নিতে আগ্রহী অনেকেই ভোর সকাল থেকে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি বলে অভিযোগ করেছেন। অনেকে টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্রের ভেতরে বাইরে ছিল উপচে পড়া ভিড় স্বাস্থ্যবিধি উপেক্ষিত । কেন্দ্রের ভেতর গাদাগাদি করে টিকা নিতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। নেই কোনো নিয়ম শৃঙ্খলা।আবার কিছু কিছু হাসপাতালে টিকা প্রদানে চরম অব্যবস্থাপনা দেখা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের উপস্থিতির কারণে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।হাসপাতালে টিকা নিতে আসা বলেন, ধারণক্ষমতার বেশি মানুষ টিকা নিতে আসছে। ফলে হাসপাতালে নানা অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। শুধু চমেকে নয়, অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। এছাড়া টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ বুথেও স্থান সংকুলান হচ্ছে না।
নগরীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ছাড়া চসিক জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক বন্দরটিলা মাতৃসদন হাসপাতাল ও চট্টগ্রাম পুলিশ হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।