আলোচিত মেজর সিনহা হত্যা মামলার : তদন্ত কমিটি গঠন
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত তিন দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ৫, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তফা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার বাদী ও প্রথম সাক্ষী শারমিন শাহরিয়া ফেরদৌস ও দুই নম্বর সাক্ষী শাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে তাদের দীর্ঘ সময় জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।কক্সবাজারে আদালত চলাকালে দায়িত্ব অবহেলার কারণে পুলিশের ৩ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মেজর (অব:) সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণকালে আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে ওসি প্রদীপের মোবাইল ফোনে কথোপকথনের ঘটনায় তাদের প্রত্যাহার করা হয়।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান ‘এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, এটিএসআই সাহাব উদ্দিন, কন্সটেবল সালাম ও আবদুল কাদের। পুলিশ সুপার জানান, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ূয়াকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া সহকারি পুলিশ সুপার মো. শাহনেওয়াজ ও সহকারি পুলিশ সুপার মো. রফিকুর রাজাকে সদস্য করা হয়।
সোমবার সিনহা হত্যা মামলা সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলেন মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। এ সময় আদালতে উপস্থিত থাকা কোন এক ব্যক্তি ওসি প্রদীপের ফোনে কথা বলার দৃশ্যটি মোবাইলে ধারণ করেন। মোবাইল ফোনে কথা বলার দৃশ্য সম্বলিত ধারণ করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ছবিটি গত দু’দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে আদালত ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ আদালতে সাক্ষ্য গ্রহণকালে কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কোন ব্যক্তির সঙ্গে কথা বলার দৃশ্য সম্বলিত কথিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিষয়টি আদালতে বিচারকের নজরে আনেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।
পুলিশ সুপার বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর আদালতে দায়িত্ব পালনকারি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার রাতেই পুলিশের ৩ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিস্তারিত আসছে….