ব্রেকিং নিউজ » চট্টগ্রাম নগরীতে নগরজুড়ে যানজট স্বাস্থ্যবিধি উপেক্ষিত সর্বত্র

ব্রেকিং নিউজ » চট্টগ্রাম নগরীতে নগরজুড়ে যানজট স্বাস্থ্যবিধি উপেক্ষিত সর্বত্র
বিপ্লব সেন প্রতিবেদনঃ বিপুল সংখ্যক যানবাহন চলাচলের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানজটে ভোগান্তি উধাও স্বাস্থ্যবিধি যাত্রীদের অভিযোগ, গণপরিবহণগুলোতে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। বিড়ম্বনায় নাকাল যাত্রীরা। যানজটের কারণে সরেজমিন দেখা গেছে ইচছেমতোই সড়কজুড়ে গাড়ি যত্রতত্র পার্কিং আর অতিরিক্ত গাড়ির চাপ বিশেষ করে দুপুরের পর থেকে নগরীর উম্মুক্ত স্থান ও অলিগলিতে বেড়ে যায় ভিড়, জটলা মানুষের ঢল সেখানে স্বাস্থ্যবিধির বালাই দেখা যায়নি। অনেকের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব। নগরবাসীর চলাফেরা দেখে যে কারো মনে হতে পারে এটাই মনে হয় তাদের জীবনের শেষ সুযোগ। তাই এইদিনটির সুযোগ নিতে চাইছেন সবাই। ফলে যানবাহনগুলো ইচ্ছেমতো ভাড়া আদায় করেছে। ভয়াবহ যানজটের সুযোগে অটোরিকশা ও রিকশাওয়ালা দ্বিগুণ ভাড়া আদা করেছে। ভুক্তভোগীরা বলছেন, এই নাগরিক ভোগান্তির কথা তাদের মনে থাকবে অনেকদিন।
এদিকে, স্বাস্থ্যবিধি মানার কথা ভাবেননি নগরবাসীর অনেকেই। নগরীর বাকলিয়া রোডে অসংখ্য তরুণ কিশোরের ভিড় দেখা যায়। তারা সেখানে ঘুরে বেড়ানো পাশাপাশি আড্ডায় মশগুল। একই চিত্র নগরীর কাজির দেউড়ি, কর্ণফুলী সেতু, মেরিনার্স রোড, বায়েজিদ লিং রোড, পতেঙ্গা সৈকত, সিটি আউটার রিং রোডসহ নগরী খোলা স্থানগুলোতে।