আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতাসহ নিহত ৬০

আফগানিস্তানের হেরাত প্রদেশে মার্কিন ড্রোন হামলায় প্রাণ গেছে তালেবান নেতা মোল্লা নানগিয়ালে। বৃহস্পতিবারের অভিযানে ৬০ জনের বেশি মানুষ মারা গেছেন।

প্রাদেশিক মুখপাত্র জানান, ইরান সীমান্তবর্তী শিনদাদ শহরের একটি গোপন আস্তানায় প্রাণ হারান ওই স্প্লিনটার গ্রুপ কমান্ডার। জানান, ড্রোনের আঘাতে বেসামরিক আফগানদের প্রাণ গেছে; আহত হন অনেকে।আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি স্থানে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় একটি শাখার এক জন পরিকল্পনাকারীকে হত্যার করেছে মার্কিন সেনাবাহিনীযুক্তরাষ্ট্র বলছে—আফগানিস্তানের নানগাহার প্রদেশে অবস্থানরত আইএস-কে গোষ্ঠীর এক জন ‘পরিকল্পনাকারীকে’ লক্ষ্য করে ছিল এই অভিযানটি। আইএস-কে বা আফগানিস্তানের খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট মূলত আইএসের একটি শাখা।

এর আগে আইএস-কে জানিয়েছিল, তারা কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালিয়েছে। ওই হামলায় ১৭০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও ছিলেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে—তাদের প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। এবং ওই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।তালেবান এ মাসের শুরুর দিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গণ-উদ্ধার তৎপরতা বা লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে উদ্ধার তৎপরতা সমাপ্তির যে সময়সীমা নির্ধারণ করেছে, তা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার (৩১ আগস্ট)। এরই মধ্যে গত দুই সপ্তাহে আফগানিস্তান থেকে এক লাখের বেশি মানুষ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যেই গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় আইএস-কে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন—হামলার পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।