সিংড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত
নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ফরিদা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ মারাত্মক ভাবে আহত হয়েছে।
সে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী টলটলি পাড়ার জয়নাল শেখের স্ত্রী। এ বিষয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে জয়নাল শেখ।
তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৩ টার সময় জয়নাল শেখের বাড়ির ছাগল প্রতিবেশী ওয়াজেদ আলীর বাড়িতে আটক রাখলে জয়নালের স্ত্রী ছাগল আনতে গেলে তাঁর সাথে খারাপ আচরন করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ওয়াজেদ আলীর নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।