বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মোংলার ভোট গ্রহণ

বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মোংলার ভোট গ্রহণ

সোমবার (২০ সেপ্টেম্বর) বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে মোংলার ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

এ উপজেলার সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। তবে এ পদ্ধতিতে ভোট দিতে ভোটারদের বেগ পেতে হচ্ছে, সময়ও লাগছে বেশি। সকাল ৯টায় চালনা বন্দর ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। তবে এদিকে কেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি খুব বেশি। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে থেকেই চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট হচ্ছে শুধু মেম্বার পদে। ৬টি ইউনিয়নে ২৮০ জন মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৬টি ইউনিয়নে ভোটারের সংখ্যা ৭৮ হাজার ৯০১ জন।নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান, বিএনপির জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুর রহমান গামা মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে ৩১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১৬ হাজার ৬৮১ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার রয়েছে। মোংলা পৌরসভার ১২ টি কেন্দ্রে ১৩৮টি ভোটিং মেশিন ভোট চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হবে।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২২০ জন পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন