শুভ মহালয়া
-টিটু মজুমদার।
আজি শিউলি ঝরা,
শারদ প্রাতে।
মাকে আমন্ত্রণ জানাই,
এই পূণ্য প্রভাতে।
চারিদিক মিষ্টি সুঘ্রাণে ভরা,
নানান ফুলের গন্ধে।
মৃদু বাতাসে দোলে,
কাশবন নৃত্যের ছন্দে।
এই মহালগ্নে মন্দিরে মন্দিরে,
শঙ্খে শঙ্খে মঙ্গল গায়।
মায়ের আগমনী বার্তা দিয়ে,
বেজে উঠে সুমধুর সানাই।
চারিদিকে রব উঠেছে,
আসছে মহামায়া।
ভোরের আলো জানান দিল,
আজি শুভ মহালয়া।