সম্প্রীতি বিনষ্ট করার ঘটনায় প্রতিবাদে এবার দেশের শিল্পী ও কলাকুশলীরা
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ঘটে গেছে সাম্প্রদায়িক হামলা। বাড়িতে আগুন, মন্দিরে হামলা সহ হতাহতের ঘটনাও ঘটেছে। এসবের বিরুদ্ধে সব সময় সোচ্চার সংস্কৃতি অঙ্গন। সাম্প্রতিক এসব হামলার প্রতিবাদে এবার রাস্তায় নামছেন দেশের শিল্পী ও কলাকুশলীরা।
টিভি সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের শিল্পী ও কুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এই প্রতিবাদের উদ্যোগ নিয়েছে।নিশ্চিত করে এফটিপিও এর চেয়ারম্যান ও নাট্যজন মামুনুর রশীদ জানান, ‘ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলেমিশে’-এই শ্লোগান নিয়ে ৩০ অক্টোবর একটি বড় সমাবেশের আয়োজন করছে এফটিপিও। ওইদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় সংসদের সামনে (মানিক মিয়া এভিনিউ) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সবাই মিলে দাঁড়ানোটা প্রয়োজন। এসব সম্প্রীতি বিনষ্ট করার ঘটনা আমাদের ঐতিহ্যে নাই। কারা এসব করার চেষ্টা করছে, এইসব অপচেষ্টার বিরুদ্ধে অন্য সবার মতো শিল্পী কুশলীরাও সব সময় সোচ্চার। সাম্প্রতিক ঘটে যাওয়া এইসব সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আমরা শিল্পী কুশলীরা শনিবার সকালে রাস্তায় নামছি।