সিংড়ার কাউয়াটিকরি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ বাড়ি পুরে ছাই

সিংড়ার কাউয়াটিকরি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ বাড়ি পুরে ছাই
নাটোরের সিংড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ বাড়ি পুরে ছাই হয়ে গেছে। উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে বুধবার দিবাগত রাত ২ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শারফুল ইসলাম সেন্টু ও মেম্বার প্রার্থী মানিক মন্ডল।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আবুল কালাম জানান, সংবাদ পেয়ে রাতেই সেখানে যাই। সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। আমার পক্ষ থেকে নগদ টাকা ও ১ বস্তা করে চাল বিতরন করা হয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য প্রার্থী মানিক মন্ডল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শুকনো খাবার বিতরন করেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুকনো খাবার বিতরন করেন পিআই ও আলআমিন সরকার।