” আগামী ২৯ তারিখ হতে আবারও গণটিকা কার্যক্রম “

” আগামী ২৯ তারিখ হতে আবারও গণটিকা কার্যক্রম ”

” গণটিকা কার্যক্রম কর্মসূচী ”
আগামী ২৯ তারিখ হতে ৪ দিনব্যাপী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে আবারও গণটিকার কার্যক্রম শুরু হতে চলেছে।
২৯/১১/২০২১ ইং তারিখ হতে ০২/১২/২০২১ ইং পর্যন্ত ৪দিন সিনোফার্মা টিকার ১ম ডোজ দেয়া হবে।
৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের যথারীতি ৩টি কেন্দ্রেই এই টিকা কার্যক্রম চলমান থাকবে।
কেন্দ্র সমূহঃ
১. আল মাদানী স্বাস্থ্য কেন্দ্র ( আনসার ক্লাব )।
২. মেনকা উচ্চ বিদ্যালয়।
৩. কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়।
*** টিকা কেন্দ্রে আসার সময় অবশ্যই নিবন্ধন কার্ডের সাথে ১কপি করে ফটোকপি নিয়ে আসতে হবে।
*** টিকা গ্রহনকারীকে অবশ্যই নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হতে হবে।
বিঃদ্রঃ নিবন্ধন সংক্রান্ত যে কোন জটিলতায় স্ব-স্ব ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করুন।