ঠাকুরগাঁওয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান
মোঃ আব্দুল কাদের জিলানী ঠাকুরগাঁও প্রতিনিধি:- রুহিয়ায় জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে প্রচার অভিযান পালন করেন মানব কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন।
শনিবার দুপুরে ঢোলারহাটে এ কার্যক্রম পালন করেছে। ঢোলারহাট এস. সি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে লিফলেট বিতরণের কার্যক্রম থাকলেও কৌশলে তারা এক মানব বন্ধন পালন করেন।
এই বিষয়ে মাঠ কল্যাণ পরিষদের মাঠ সহকারী অফিসার আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ক্যামড়ার সামনে কথা বলতে চাইনা। কথা বলার অনুমতি অফিস আমাকে দেয়নি।
ঢোলারহাট এস. সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চাল্লো দাস জানান, জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে ১৬দিনের প্রচারাভিযানে লিফলেট বিতরণ করেন। সেই সাথে আমাদের স্কুলে মানব কল্যাণ পরিষদের একটি কমিটি রয়েছে এ কমিটি আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে বিভিন্ন ট্রেনিংও করেছে।
ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম কো-অডিটর রাশেদুল আলম লিটন জানান, আজকে লিফলেট বিতরণের কর্মসূর্চী ছিল। চাইলে র্যালি ও মানব বন্ধন করতে পারবে।