নগরজুড়ে উৎসবে রঙিন আলোর ঝলকানি।

থার্টি ফার্স্ট নাইট ঘিরে নগরজুড়ে উৎসবে রঙিন আলোর ঝলকানি।
রাতের আকাশে আলোর ঝলকানি। রাত১০টা তখন থেকে বিভিন্ন এলাকায় মুহু মুহু আতশবাজি পটকার ধ্বনি শোনা যায়।এলাকায় এলাকায় জড়ো হতে থাকে লোকজন ১১টার পর শুরু হয় থার্টি ফার্স্ট নাইট ঘিরে আতশবাজি ঝলকানি আর ছেলে বুড়োদের আনন্দ উল্লাস মাতোয়ারা। একযোগে ফোটানো হয় পটকা বা আতশবাজি। আর তাতে বিকট শব্দে কেঁপে কেঁপে ওঠে গোটা মহানগরী।আতশবাজির শব্দ আর শ্লোগান তৈরি করে এক অন্য আবেশ।কোন কোন ভবনের ছাদে চলে আতশবাজি পটকা ছোট অনুষ্ঠান আয়োজন পাড়া-মহল্লায় আতশবাজি ফোটানো শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আতশবাজির বিকট শব্দও বাড়তে থাকে। রাত ১২টায় গোটা নগরীতে একযোগ আতশবাজি শুরু হলে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো নগরী।