সারাদেশে শৈত্যপ্রবাহ তীব্র হওয়ার আশঙ্কা
দেশে হঠাৎ করেই গ ৩দিন ধরে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা।বিকাল থেকে বইছে মৃদু শৈত্যপ্রবাহ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।হাড় কাঁপানো ঠাণ্ডায় দুর্ভোগে জেলার মানুষ। আকাশে ঘন মেঘে ঢেকে থাকায় দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা নেই। রোববার (২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। যা আরও কমতে পারে। আকাশে ঘন মেঘ কেটে গেলে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে বলেও জানায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে প্রচণ্ড ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে জেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশাপাশি গৃহস্থের পশুগুলোও তীব্র কষ্ট পোহাচ্ছে। খরকুটো জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণে চেষ্টা করছেন তারা।