ভারীবর্ষণে পানিবন্দি কুয়েত

ভারীবর্ষণে পানিবন্দি কুয়েত
মান্নান মেহেদিঃ ভারীবর্ষণের কারণে পানিবন্দি হয়ে পড়েছে কুয়েতের সাধারণ মানুষ ও প্রবাসীরা। শনিবার রাত থেকে কুয়েতের প্রত্যন্ত এলাকা নগর ও মহানগর বন্যায় প্লাবিত হয়েছে। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শহরের বিভিন্ন সড়ক। কুয়েতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে স্হানীয় গনমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পান্তাস এলাকায় সর্বোচ্চ ৫০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের প্রধান এয়ারপোর্ট এলাকায় ৩৪ মি.মি., রাজধানীতে ২২ মি.মি. ও জাহারা এলাকায় ২৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, ভারীবর্ষণ আরও দুই দিন বলবৎ থাকবে। দেশটির উত্তর পূর্ব পারস্য উপসাগর উত্তাল রয়েছে। সব মাছ ধরা টলার ও মৎস্য শিকারীদের নিরাপদ আশ্রয় অবস্হান করার জন্য অনুরোধ জানানো হয়।