ছুটির দিনে সৈকতে পর্যটকের উপচেপড়া ভিড়
সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়।গতকাল থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমুদ্রের জলে একটু পা ভেজাতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে এসেছেন সৈকতে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিন অতিরিক্ত পর্যটকের আগমন ঘটে কক্সবাজারে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে হাজার হাজার পর্যটক। তারা বালিয়াড়িসহ সাগরের নোনা পানিতে আনন্দে মেতেছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে মেতে উঠেছেন। কেউ সমুদ্রের ঢেউয়ে পা ভেজাচ্ছেন, কেউবা সি বেঞ্চে বসে আছেন আরাম করে। পরিবার-পরিজন নিয়ে এসেছেন অনেকে।বিপুলসংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইক চালকদের। একই সঙ্গে জমজমাট ব্যবসা বার্মিজ মার্কেটগুলোতেও।
ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পণ্যের কেনাবেচায় সরগরম দোকানগুলো। এছাড়াও সাড়ে চার শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টগুলো ৯০ শতাংশ বুকিং হয়ে আছে। ব্যবসায়ীরা মনে করছেন এ ধারা অব্যাহত থাকলে করোনার ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হবে।