ব্রেকিং নিউজ » সূর্যের দেখা নেই তীব্র শীতে কাঁপছে দেশ

ব্রেকিং নিউজ » সূর্যের দেখা নেই তীব্র শীতে কাঁপছে দেশ
কয়েকদিনের ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ঠান্ডা বাতাস আর তীব্র শীতে কাঁপছে পুরো দেশ।কুয়াশায় ঢাকা চারপাশ তীব্র শীতে টিকতে না পেরে মানুষজন ছুটছে শীত বস্ত্র কেনার।মানুষের জীবনযাত্রা। রাতের শুরু হতে না হতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট। দৃষ্টি কয়েক হাতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা। তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যেসব জেলায় নিম্নআয়ের মানুষ, ছিন্নমূল, দুঃস্থ অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে চরমে। উত্তরের সব জেলাতেই এভাবে জেঁকে বসেছে শীত।প্রতিনিধি জানান, জেলায় কয়েকদিন থেকে দিনে সূর্যের তেমন কোনো দেখা মিলছে না। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্য তার উপস্থিতি জানান দিলেও অল্প সময় পরই আবার কুয়াশায় হারিয়ে যায়। কুয়াশা আর হিমেল হাওয়ায় এই জেলায় শীতের মাত্রা বেড়েছে অনেক। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে জনজীবন অনেকটা থমকে দাঁড়িয়েছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী দুই একদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমে শীত বাড়বে বলেও জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও এবং তসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।