সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের শ্রদ্ধেয়া মাতা ফাতেমা জোহরা বেগম আজ সকাল ৯-৩০মিঃ এর সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাযা আজ বাদ আসর জামায়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে বলে জানান।
সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এতে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল, মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ ছাড়া বিভিন্ন সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। । বিস্তারিত আসছে