দেশের বেশির ভাগ এলাকায়ই শৈত্যপ্রবাহ বইছে

দেশের বেশির ভাগ এলাকায়ই শৈত্যপ্রবাহ বইছে
কয়দিন থাকবে শৈত্যপ্রবাহ
দেশের একাধিক জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের প্রায় সব জেলায় হাড়-কাঁপানো শীতে বিপর্যস্ত জন জীবন।পঞ্চগড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে হাড়-কাঁপানো শীত অনুভূত হচ্ছে উত্তরের এই জনপদে। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস বিকেল গড়াতেই তাপমাত্রা নামছে পাল্লা দিয়ে। কুয়াশায় সড়কে-মহাসড়কে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।আবহাওয়াসূত্রে জানা বর্তমানে দেশের বেশির ভাগ এলাকায়ই শৈত্যপ্রবাহ বইছে। আরো দুদিন পর শৈত্যপ্রবাহের এলাকা কমতে শুরু করবে। । ’ হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে । মাঝরাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় আকাশ ঢাকা থাকে। কনকনে ঠাণ্ডা ও হাড়-কাঁপানো বাতাসে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কয়েক দিনের প্রচণ্ড শীতে বেড়েছে শীতের কাপড়ের কদর।
শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, ফেনী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।