ব্রেকিং নিউজ এইচএসসি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.৩৯
অভিনন্দন
রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে ফলাফলে পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। গতবারের অটো পাস নিয়মে শতভাগ শিক্ষার্থী এইচএসসি উত্তীর্ণ হয়। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। গত বছরে জিপিএ-৫ সংখ্যা ছিল ১২ হাজার ১৪৩।
এই ফলাফলের বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের মধ্যে ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়।তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৫৮ শতাংশ ও ৮৮ দশমিক ৭৬ শতাংশ।