এ মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো- শিক্ষামন্ত্রী

এ মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো।
— শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
তিনি বলেন, ‘এখন একটু খারাপ সময় গেলেও আমরা আশা করি এ মাসের শেষে দিকে অবস্থার একটু পরিবর্তন হবে এবং সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দিতে পারবো।’ তবে সেক্ষেত্রে কঠোরভাবে মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আজকে জাতীয় পরামর্শক কমিটির সাথে সভা আছে। সভায় আলোচনা শেষে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিতে পারবো। আশা করছি, খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো।উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।