বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ৭২ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সঙ্গে ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।