বুধবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে)আজ থেকে পূর্ণদিবস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঢাকার বাইরে যারা ঈদ উদযাপনে গেছেন এর মধ্যে বেশিরভাগ কর্মী ৫ মে (বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নিয়েছেন। তাদের আবার শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি। ফলে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি চালু হতে আগামী রোববার (৮ মে) লেগে যাবে। ঈদের আমেজ লক্ষ্য করা গেছে অফিস অনেকটা ফাকা ফাকা। কর্মকর্তা -কর্মচারীরা অনেকেই এসেছেন পাঞ্জাবি-পাজামা পরে। ঈদে কোলাকুলি কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তর এবং টেবিলে বসে কাজ করছেন। তবে কাজের চাপ নেই। ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে তেমন ভিড় নেই।