জাকেরুল ইসলাম ঢাকাঃ ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকেই পরিবার নিয়ে ফিরছে। আবার অনেককে পরিবার রেখে চাকরির তাগিদে একাই আসতে দেখা গেছে।শুক্রবার ও শনিবার (৭ মে) রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা এ চিত্র।
ঈদের ছুটিতে বাড়ি গেলে ঢাকায় আসতে ইচ্ছে করে না। কিন্তু কর্মের প্রয়োজনে ঢাকায় চলে আসলাম বলেন তানভির।গ্রামের বাড়ি থেকে ঈদ শেষে আজই ফিরেছেন ঢাকায়। তিনি বলেন, আমরা অনেকেই ঢাকায় জীবিকার প্রয়োজনে থাকি। কর্মজীবনে চাইলেও মনকে প্রধান্য দেওয়া যায় না। অল্প সময়ের জন্য পরিবারের সদস্যদের কাছে থাকতে পারা অনেক আনন্দের।
ফুলবাড়িয়া বাস টার্মিনালের দোলা পরিবহনের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ঈদ শেষে ফিরে আসা যাত্রীদের যে হার দেখা যাচ্ছে তা বেশি না। শুক্রবার ও আজ শনিবার ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। প্রতি বছরই ঈদের একদিন পর বা দুদিন পরও অনেকে ঢাকা ছাড়েন। এবারও ব্যতিক্রম হয়নি।পুলিশ জানায়, ঈদযাত্রায় মহাসড়ক যানজটমুক্ত রাখতে কয়েক দিন ধরে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ভোগান্তি নেই এবার।