ঘূর্ণিঝড় ‘আসানির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল

ঘূর্ণিঝড় ‘আসানির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল

বিপ্লব সেন/ ইমতেশার অভি প্রতিবেদনঃ আসানির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। সারাদিন দেখা মেলেনি সূর্যের। সোমবার (৯ মে) দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত ২২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর নিচু এলাকাগুলোর সড়কে পানি জমে থৈ থৈ করছে সড়কপথ এলাকাগুলোকে পানি জমেবৃষ্টিতে ভোগান্তি নগরবাসীর । গলির রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টিতে ভোগান্তি চরমে।থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এখনো।ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করায় সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ । ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে।
ঘূর্ণিঝড় অশনি’র খবরে উৎকণ্ঠা বেড়েছে বেড়িবাঁধের বাইরে বসবাসরতদের মধ্যে।
সোমবার সকাল থেকে পটুয়াখালীসহ দক্ষিণ উপকূল জুড়ে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হয়েছে। নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে ফের ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘আসানি’।এরপর এ ঘূর্ণিবায়ুর চক্র আরও দুর্বল হয়ে উপকূলে পৌঁছানোর আগেই হয়ত নিম্নচাপে পরিণত হবে
।বিশেষ বুলেটিনে বলা হয়েছে,ফলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢাকায় ২৫, কুতুবদিয়ায় ১৯ ও কক্সবাজারে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়।
ঝড় হয়ে আঘাত না হানলেও আসানি অন্ধ্র্র, ওড়িশা ও বাংলাদেশের দক্ষিণ দশ্চিম উপকূলে বৃষ্টি ঝরাবে বলে আবহাওয়াবিদদের ধারণা।