সিএইচআরসি’র আন্তর্জাতিক যাদুঘর দিবস পালিত

“চট্টগ্রামের ঐতিহাসিক প্রত্ন নিদর্শনগুলো রক্ষা ও সংরক্ষণে নগর মিউজিয়াম প্রতিষ্ঠার দাবী”
“মোহাম্মদ নাজমুল হক শামীমের প্রতিবেদন” :-
————————————————————–
১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২২ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে সকালে আলোচনা সভা ও দুপুরে চট্টগ্রামের প্রাচীন প্রত্ন সম্পদ, প্রাচীন স্থাপনা গুলো সরকারী উদ্যোগে স্থায়ী ভাবে সংরক্ষণের দাবী জানিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব মিজানুর রহমানকে স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কালে বক্তারা বলেছেন, বিশ্ব যাদুঘর দিবস একটি ঐতিহাসিক দিন। সারা পৃথিবীর মানুষের সাথে বাংলাদেশও এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। বক্তারা চট্টগ্রামের কালজয়ী ইতিহাসের গৌরবময় স্বাক্ষী যথাক্রমে- পৃথিবীর আদি ইতিহাসের (মহাভারতে উল্লেখিত) হিন্দু ধর্মীয় সভ্যতার প্রাচীনতম নিদর্শন মহেশখালীর আদিনাথ মন্দির, মৈনাক পর্বত (কক্সবাজার), সীতাকুন্ডের চন্দ্রনাথ মন্দির, বীরপক্ষ ও পাহাড় (চট্টগ্রাম), ঐতিহাসিক কাঞ্চননাথ মন্দির (ভাঙা মন্দির, ফটিকছড়ি, চট্টগ্রাম), প্রথম হিন্দু ধর্মীয় দূর্গা পূজার অতি পবিত্র স্থান মেধস মুনির আশ্রম (করলডেঙ্গা পাহাড়, বোয়ালখালী, চট্টগ্রাম), বৌদ্ধ ধর্মীয় সভ্যতার নিদর্শন গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কক্সবাজারস্থ রামুর রামকোট বিহার, মুসলিম ধর্মীয় সভ্যতার স্মারক বদর পীরের সমাধি ও সুলতান বায়েজিদ বোস্তামীর সমাধি ও মসজিদ (চট্টগ্রাম), প্রাচীন কিরাত (চট্টগ্রামের আদি নাম) আমলের চন্দনাইশস্থ বরমা গ্রামে অবস্থিত জৈন্য রাজার রাজবাড়ী (শঙ্ক নদীর তীর, সৈবন্দী), বাংলার বিখ্যাত লোকসাহিত্যের অমর প্রেমকাহিনী মলকা বানু-মনু মিয়ার স্মৃতি বিজড়িত বাঁশখালীর মলকা বানু মসজিদ, আনোয়ারার মনু মিয়া মসজিদ, চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক মসজিদ (চট্টগ্রাম), সুলতানী আমলের নির্মিত ঐতিহাসিক হাটহাজারীর ফকিরা মসজিদ, সীতাকুন্ডের হাম্মাদিয়া মসজিদ, ছুটি খাঁ মসজিদ, চন্দনাইশের বাগিছা হাটস্থ খান মসজিদ, লোহাগাড়ার জঙ্গলপাহাড়স্থ আদু খাঁর মসজিদ, নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদ, পটিয়া উপজেলার আনোয়ার আলী চৌধুরী জামে মসজিদ, কর্ণফুলী উপজেলার ইলিয়াস খান জামে মসজিদ, উপমহাদেশের হিন্দুধর্মীয় সবচেয়ে প্রাচীনতম হাজার বছরের অধিক পুরানো আনোয়ারাস্থ পরৈকোড়া নরসিংহ মন্দির, বাঁশখালীর সুপ্রাচীন হিন্দু মন্দির (বাণীগ্রাম), পটিয়াস্থ মুজাফরাবাদে অবস্থিত জোড় মন্দির, দেয়াং পাহাড়ের চূড়ায় ঐতিহাসিক মনসা পুঁথির স্মৃতিবিজড়িত চাঁদ সওদাগরের দিঘী এবং বৌদ্ধ ধর্মীয় ও প্রাচীন যুগের স্মারক ঐতিহাসিক পন্ডিত বিহারের বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আবিষ্কারের স্থান পশ্চিম পটিয়ার বড় উঠানকে প্রত্নতত্ত্ব খনন জরিপের মাধ্যমে সংরক্ষন ও প্রত্ন আইনে যাদুঘর বিভাগে সরকারী ভাবে গ্রহণের জন্য দাবী জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, উপদেষ্টা সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, কবি দেলোয়ার হোসেন মানিক, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ওসমান আলি প্রমুখ।