বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে আগত বিশিষ্ট সংগীত শিল্পী তিমির রায় ও নিগার সুলতানা তৌহিদকে গত ১৮ মে ২০২২ সন্ধ্যায় সংবর্ধনা প্রদান করেছে শিল্পকলা একাডেমী ইউএস এ ইনক বাংলাদেশ শিল্পকলা একাডেমী ইউএস এ ইনক’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিকা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা, কবি সালেহ উদ্দীন, লেখিকা শেলী জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কনিকা দাস , সাংগঠনিক সম্পাদক মোহর খান, সাহিত্য সম্পাদক ভারতী রায়, সাংস্কৃতিক সম্পাদক রুনা রায়, বিশিষ্ট তবলা বাদক হাসান আরিফ, কার্যকরী সদস্য দেবানন্দ রায়, প্রাক্তন সাধারণ সম্পাদক বাবলী হক ও কমিওনিটি এক্টিভিষ্ট কৃষ্ণ চন্দ্র সরকার দাদা সহ সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শিল্পকলা একাডেমী ইউএসএ ইনক,অরাজনৈতিক, অলাভজনক ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক সংগঠন, এখানে বাংলা ভাষা ও সংগীত সহ বাংলাদেশের সংস্কৃতি প্রচার প্রসারে কাজ করা হয়।যেহেতু অলাভজনক সংগঠন তাই সীমাবদ্ধতাও রয়েছে যথেষ্ট তবে সাধ্যমতো, মুক্তিযোদ্ধা সন্মাননা, শিল্পীদের সহযোগীতা ও সন্মাননা, জাতীয় দিবস গুলি উদযাপন সহ কিছু কাজ চলছে দশ বছর যাবত। নুতন প্রজন্মকে বাংলা শিক্ষা দান ও শুদ্ধ সংস্কৃতি শিক্ষাদানের কাজেও এগিয়ে আছে এ-ই প্রতিষ্টান।।আমরা সকলের সহযোগীতা চাই। জয় হোক বাংলা সংস্কৃতির। তিমির রায় ও নিগার সুলতানা তৌহিদকে একাডেমীর পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুল দিয়ে সন্মানিত করেছেন শিল্পকলার সম্পাদকেরা।অসাধারন কিছু গান,চমৎকার ডিনার আর সকলের শুভেচ্ছা বক্তব্য ছিল উপস্থিত সকলের। মধ্যরাত পর্যন্ত মহা আনন্দের সাথে অনুষ্টানটি স্মরনীয় হয়ে থাকবে।এইগুণী শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করেছে